Site icon Jamuna Television

সীমান্তের ওপারে মাদকের বাঙ্কার, বাংলাদেশে পাচারের আগে ধরা পড়লো বড় চালান

সুকান্ত চট্টোপাধ্যায়, কলকাতা প্রতিনিধি:

সীমান্তের ভারতীয় অংশে মিললো মাদকের বাঙ্কার। যেখান থেকে উদ্ধার হলো বিপুল পরিমান ফেনসিডিলের বোতল। সেগুলো বাংলাদেশে পাচারের জন্য জড়ো করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে ওপারেরই আইন-শৃঙ্খলা বাহিনী।

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কিষাণগঞ্জের মাঝদিয়া শহরের ন’ঘাটা এলাকায় চলে অভিযান। এসময় মাটির নিচে লোহার পাত দিয়ে তৈরি ট্যাঙ্কার থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়।

সূত্রের বরাতে জানা গেছে, এমনভাবে বাঙ্কার তৈরি হয়েছিল, যেন ঘুনাক্ষরেও কেউ টের না পায়। মাটির নিচে বাঙ্কারে থরে থরে সাজানো ছিল মাদক। যার অর্থমূল্য প্রায় ১ কোটি ৪০ লাখেরও বেশি।

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) দক্ষিণবঙ্গ সীমান্তের ৩২ ব্যাটালিয়ন এই অভিযান চালায়। এতে ৩টি ভূগর্ভস্থ স্টোরেজ ট্যাঙ্ক থেকে ৬২২০০ বোতল ফেনসিডিলের একটি বিশাল চালান উদ্ধার করা হয়। নানা সময়ে এ রুট দিয়ে বাংলাদেশে মাদক পাচার হয় বলে আগে থেকেই অভিযোগ ছিল। চোরাচালানকারীদের অভয়াশ্রমও কেউ কেউ বলে থাকেন এই রুটকে। আবার এও বলেন, বিএসএফ’র প্রত্যক্ষ মদদে চলে এসব অপকর্ম।

বিএসএফের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, সঠিক এবং নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিএসএফ সদস্যরা ন’ঘাটা এলাকায় তল্লাশি অভিযান চালায়। এসময় স্থানীয় পুলিশও অভিযানে অংশ নেয়। অভিযানে যে তিনটি বাঙ্কারের সন্ধান মেলে, তারমধ্যে দুইটি স্টোরেজ ট্যাঙ্ক ঘন গাছপালার নিচে তৈরি। আরেকটি ট্যাঙ্ক লোহার শিট দিয়ে তৈরি করা। যা আবার ছিল একটি কুঁড়ে ঘরের নিচে।

বিএসএফ ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সন্দেহ, শুধু ফেনসিডিল নয়, অন্য চোরাচালানও হতো এই বাঙ্কার ব্যবহার করে।

/এমএমএইচ

Exit mobile version