Site icon Jamuna Television

ক্ষমতার লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা সম্ভব না: হাসনাত আব্দুল্লাহ

ফাইল ছবি।

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

ক্ষমতা এবং সংসদের আসনের লোভ দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা সম্ভব না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেন, এই তরুণ প্রজন্মকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা কিনতে পারেনি।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে চুয়াডাঙ্গা রাইজিং ছাত্র জনতার মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা তিনি বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ আগামীতে নির্বাচনে আসবে কি না, রাজনীতি করবে কি না সেসব অনেক পরের আলোচনা। সবার আগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগকে বিচারের পূর্বে যারা রাজনীতিতে দেখতে চান তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে দেখেছেন তাদের হারানোর কিছু নেই। তাদের নির্বাচনে আসার আলাপ বাদ দিয়ে প্রত্যেক রাজনৈতিক দল থেকে তাদের বিচার নিশ্চিতের আওয়াজ তুলুন।

রাজনৈতিক দলগুলোকে ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হবার আহ্বানও জানিয়ে তিনি আরও বলেন, যারা ক্ষমতামুখী হয়েছে তাদেরকেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। আপনারা জনতামুখী হলে তরুণ প্রজন্মের সঙ্গ পাবেন।

/এসআইএন

Exit mobile version