Site icon Jamuna Television

বেলারুশে সপ্তমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হলেন লুকাশেঙ্কো

বেলারুশে সপ্তমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। টানা ৬ মেয়াদে ৩০ বছর দেশটি শাসন করেছেন তিনি। এই জয়ের ফলে আরও পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাচনী কমিশনের প্রধান ইগর কারপেঙ্কো জানিয়েছে, নির্বাচনে লুকাশেঙ্কো ৮৬ দশমিক ৮২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। অন্য কোনো প্রার্থী ৫ শতাংশ ভোটও পাননি।

এই নির্বাচনে জয়ের ফলে লুকাশেঙ্কো ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। বেলারুশের ইতিহাসে লুকাশেঙ্কো প্রথম ও একমাত্র নেতা যিনি টানা ৭ বার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে দেশটি শাসন করছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বেলারুশ। স্বাধীনতার পর দেশটির অস্থায়ী সরকারপ্রধান ছিলেন সাবেক সোভিয়েত বেলারুশ অঙ্গরাজ্যের চেয়ারম্যান স্তানিস্লাভ শুশকেভিচ। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের প্রেসিডেন্ট নির্বাচন হয় বেলারুশে এবং তাতে জয়ী হন লুকাশেঙ্কো।

/এআই

Exit mobile version