Site icon Jamuna Television

বাণিজ্য মেলার সময় বাড়াতে ব্যবসায়ীদের আবেদনে সাড়া মিলেনি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় বাড়াতে ব্যবসায়ীদের আবেদনে সাড়া দেয়নি, আয়োজক প্রতিষ্ঠান-ইপিবি। সোমবার (২৭ জানুয়ারি) ২৫৬ ব্যবসা প্রতিষ্ঠান যৌথ স্বাক্ষরে আবেদনটি বাণিজ্য মন্ত্রণালয় এবং ইপিবিতে পাঠিয়েছিলেন।

শৈত্যপ্রবাহসহ নানা কারণে আশানুরূপ ক্রেতা পাননি বলে দাবি অনেক স্টল মালিকের। তাদের দাবি, মেলায় এ পর্যন্ত ১৩ থেকে ১৪ লাখ লোকের সমাগম ঘটেছে। ফলে তারা লোকসানের সম্মুখীন হচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে মেলার সময় অন্তত তিন সপ্তাহ বাড়ানোর আবেদন করা হয়।

তবে ইপিবি বলছে, আগামী ৩১ জানুয়ারি শুক্রবার মেলার সমাপনী অনুষ্ঠান হবে। প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। এ বিষয়ে আমন্ত্রণ জানানো হয়েছে সংশ্লিষ্টদের।

/এএস

Exit mobile version