Site icon Jamuna Television

‘বাংলাদেশি ব্লেড’ সম্বোধন করে হামজাকে বরণ শেফিল্ডের

অবশেষে লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে পাড়ি জমালেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী। সামাজিক মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছে ইংলিশ লিগের এই ক্লাবটি।

তবে এই অ্যাটাকিং মিডফিল্ডারকে স্বাগত জানাতে শেফিল্ড বেছে নিয়েছে তার বাংলাদেশি পরিচয়কে। হামজার একটি ছবি প্রকাশ করেছে ক্যাপশনে লেখা হয়েছে ‘বাংলাদেশি ব্লেড’। একই সাথে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের পতাকার ইমোজি।

নতুন ক্লাবে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত এই ফুটবলার। জানিয়েছেন, ক্লাবটিকে প্রিমিয়ার লিগে ফেরানোই হবে তার মূল লক্ষ্য।

অনেক আগে থেকেই হামজার খেলার ভক্ত ছিলেন শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার। সেই সুবাদেই এবার এই বাংলাদেশিকে নিজেদের ডেরায় ভিরিয়েছে ক্লাবটি।

/এনকে

Exit mobile version