Site icon Jamuna Television

সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে: শিক্ষা উপদেষ্টা

ফাইল ছবি।

সাত কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের মতো একটা কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চলছে। নতুন একটি মডেল দাঁড় করানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, এই কলেজগুলো নিয়ে আলাদা বিশ্ববিদ্যালয় করা জটিল। সেখানে উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা লেখাপড়া করে। আবার শিক্ষকরাও শিক্ষা ক্যাডারের। একটি কমিটি গঠিত হয়েছে তারা ভাবছে কীভাবে কী করা যায়।

শিক্ষা উপদেষ্টা জানান, সাত কলেজের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যে সিদ্ধান্ত নিয়েছে সে ব্যাপারে তাকে অবগত করা হয়নি। এই শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি বাতিল করে একটা জটিলতা তৈরি করা হয়েছে।

/এনকে

Exit mobile version