Site icon Jamuna Television

ফিলিপাইনে জাহাজে আগুন লেগে নিহত ২

ফিলিপাইনের রাজধানী ম্যানিলার শিপইয়ার্ডে জাহাজ মেরামতের সময় আগুনে জাহাজের স্টোরেজ রুমে আটকে পড়ে দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি ) এক প্রতিবেদনে সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দমকলকর্মী রোনালদো সানচেজ জানান, স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) রাত ৯টার দিকে আগুন লেগে নাভোটাস সিটির শিপইয়ার্ডে জাহাজ মেরামতের কাজে নিয়োজিত ২৫ শ্রমিকের মধ্যে দু’ওয়েল্ডার নিহত হয়েছেন।

সানচেজ আরো জানান, জাহাজের ব্যালাস্ট ট্যাঙ্কের কাছে স্টোরেজ রুমের ভেতরে নিহতদের লাশ পাওয়া গেছে। আগুন নেভাতে দমকলকর্মীদের পাঁচ ঘণ্টা সময় লেগেছে বলেও জানান এই দমকলকর্মী।

/এআই

Exit mobile version