Site icon Jamuna Television

শেয়ার বিক্রি করে বেক্সিমকোর শ্রমিকদের পাওনা দেয়া হবে: শ্রম উপদেষ্টা

ফাইল ছবি।

বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিটিক্যাল ও শাইনপুকুর সিরামিকসের শেয়ার বিক্রি করে শ্রমিকদের পাওনা সাড়ে পাঁচশত কোটি টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বেক্সিমকো নিয়ে উপদেষ্টাদের সাথে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চেয়েও বেক্সিমকোর ঋণ জালিয়াতির ঘটনা বড়। বেক্সিমকো গ্রুপের ঋণ প্রায় ৪০ হাজার কোটি টাকা।

তিনি আরও বলেন, গ্রুপটি কীভাবে তারা এতো ঋণ পেয়েছে তা তদন্ত করে দেখতে হবে। এই ঋণ দেয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

/আরএইচ

Exit mobile version