Site icon Jamuna Television

জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট হ্যাক করলো ‘সনাতনী’ গ্রুপ

জাতীয় ক্রীড়া পরিষদের ওয়েবসাইট (nsc.gov.bd) দখলে নিয়েছে হ্যাকাররা। ওয়েবসাইটে ঢুকলে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাকারের বার্তা। সাইবার ফোর্স সনাতনী নামে এক প্রতিষ্ঠান এই হ্যাকিং করেছে বলে সেখানে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশের আরও ৭টি ক্রীড়া ফেডারেশনে নতুন অ্যাডহক কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করে এনএসসি। এদিন দুপুরে সরকারি ওয়েবসাইটটিতে প্রবেশ করে দেখা যায় হ্যাকিংয়ের শিকার হয়েছে এটি।

ওয়েবসাইটটিতে হ্যাকিংয়ের দায় স্বীকার সম্বলিত বার্তা দিয়ে রেখেছে সাইবার ফোর্স সনাতনী নামের হ্যাকার গ্রুপটি। সাম্প্রদায়িক হিংস্রতা বন্ধ না হলে পর্যায়ক্রমে আরও সরকারি ওয়েবসাইট হ্যাক করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

হ্যাকাররা লিখেছে, ‘সব হিন্দু এবং হিন্দু দেবতাদের সম্মান করুন। দীর্ঘ সময় থেকেই দেখছি মুসলিমরা হিন্দু এবং হিন্দুত্ববাদকে হেয় করছে। বলে দিচ্ছি, সব সরকারি ওয়েবসাইট হ্যাক করা হবে যদি না হিন্দুদের ওপর অত্যাচার বন্ধ করা হয়। হিন্দুদের অপমান বন্ধ করতে চাই।’

/এমএইচ

Exit mobile version