Site icon Jamuna Television

ভৈরবে বিএনপি’র প্রায় তিনশো নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান

ভোটের আগে ভৈরবে বিএনপি’র প্রায় তিনশো নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। সকালে গজারিয়া ইউনিয়নের মানিকদী এলাকার প্রায় দুইশো নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন। একইসাথে ক্ষমতাসীন দলে যোগদান করেন পৌর শহরের কালীপুর গ্রামের আরও একশো বিএনপি নেতাকর্মী।

এসময় উপজেলা আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশের উন্নয়ন অব্যাহত রাখার পাশাপাশি জঙ্গিবাদ এবং মাদক-সন্ত্রাস নির্মূলে নৌকার পক্ষে কাজ করতে হবে। আওয়ামী লীগ প্রার্থী, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে ভোট দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়।

Exit mobile version