Site icon Jamuna Television

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ

ছবি: সংগৃহীত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশকে শিরোপা এনে দেয়ার পাশাপাশি আগুনঝড়া বোলিং পারফরমেন্সে প্রথমবারের মতো আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন জসপ্রীত বুমরাহ। স্বীকৃতিস্বরূপ ২০২৪ সালের বর্ষসেরা ক্রিকেটারের শিরোপা স্যার গারফিল্ড সোবার্স ট্রফি যাবে তার বাড়িতে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ক্যাটাগরিতে বুমরাহর নাম প্রকাশ করে আইসিসি। এর আগে ভারতের রাহুল দ্রাবিড়, শচিন টেন্ডুলকার, অশ্বিন ও ভিরাট কোহলি এই পুরস্কার জিতেছিলেন।

একদিন আগেই ভারতের প্রথম পেসার হিসেবে টেস্টে বর্ষসেরা ক্রিকেটারও হয়েছিলেন বুমরাহ। গত বছর বুমরাহর টেস্টের পারফরম্যান্স ছিল অবিশ্বাস্য। ১৩ টেস্টে ১৪.৯২ গড়ে তিনি উইকেট নেন ৭১টি। তার অনেকটা পেছনে থেকে বছরে দ্বিতীয় সর্বোচ্চ ৫২ উইকেট নিতে পারেন ইংলিশ পেসার গাস অ্যাটকিনসন।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছিলেন বুমরাহ। গত বছরে ৮টি টি-টোয়েন্টি খেলেন তিনি, সবগুলোই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত বিশ্বকাপে। সেখানে ওভারপ্রতি ৪ দশমিক ১৭ করে রান দিয়ে উইকেট নেন ১৫টি। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফর্ম করে শুধু সেরা ক্রিকেটারের পুরস্কারই জেতেননি, ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের শিরোপা জয়েও তার ছিল বড় ভূমিকা।

গত বছর কোনো ওয়ানডে ম্যাচ খেলেননি বুমরাহ।

/এমএইচ


Exit mobile version