Site icon Jamuna Television

আন্দোলনের হত্যা মামলায় রংপুরে অস্ত্রসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সিনিয়র করেসপনডেন্ট, রংপুর:

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মুন্না হত্যা মামলায় জেলা ছাত্রলীগ নেতা আল আমিন হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার।

তিনি জানান, মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন কোতোয়ালি থানার একটি চৌকস দল নগরীর বাবু পাড়ায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা আল আমিন হোসেনকে গ্রেফতার করে। তিনি স্টেশন বাবু পাড়ার মৃত দুলাল মিঞার পুত্র। তার কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়। 

মোহাম্মদ শিবলী আরও জানান,  আল আমিন বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে নিহত মুন্না হত্যা এবং গুলিতে আহত বিএনপি নেতা মামুন হত্যাচেষ্টার এজাহারভুক্ত আসামি। তিনি রংপুর মহানগর যুবলীগের সাধারণ সম্পাদকের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ছাত্র আন্দোলন দমাতে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন তিনি।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, হত্যা মামলার আসামি এবং অপরাধীরা যেখানেই আছে সেখান থেকেই তাদেরকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করছি। এ বিষয়ে জিরো টলারেন্স ফলো করা হচ্ছে।

/এমএইচ

Exit mobile version