Site icon Jamuna Television

রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল স্বাভাবিক

দাবি মেনে নেয়ার আশ্বাসে, কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন রেলের রানিং স্টাফরা। ভোর থেকেই শুরু হয়েছে রেল চলাচল। রাজশাহী থেকে সাগরদাঁড়ি এক্সপ্রেস ৬টা ১০ মিনিটে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বুধবার মধ্যরাতে, রেল উপদেষ্টার বাসভবনে হয় বৈঠক। যেখানে, শ্রমিক প্রতিনিধি দলের পাশাপাশি মধ্যস্থতার জন্য উপস্থিত ছিলেন ছাত্র প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শিমূল বিশ্বাস।

২০২১ সালের বন্ধ হওয়া সুবিধা পুনরায় চালুর দাবিতে সোমবার মধ্যরাত থেকে কর্মবিরতিতে যায় রেলের রানিং স্টাফরা। এরফলে সারা দেশের রেল যোগাযোগে দেখা দেয় অচলাবস্থা। মঙ্গলবার দিনভর চরম ভোগান্তিতে পরেন ট্রেনের যাত্রীরা।

দিনভর শ্রমিকদের দাবির বিষয়ে সরকারের উপদেষ্টাদের সাথে শ্রমিক নেতাদের দফায় দফায় বৈঠকের পরও কোন সমাধান আসেনি। এমন পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তির কথা মাথায় নিয়ে মঙ্গলবার মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শিমুল বিশ্বাসের মধ্যস্থতায় রেল উপদেষ্টার বাসায় আবারো শুরু হয় বৈঠক। বৈঠকে শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন।

রাত আড়াইটার দিকে রেল উপদেষ্টা শ্রমিকদের কয়েকটি দাবি মেনে নেয়ার আশ্বাস দেন।

রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, রেলওয়ের রানিং স্টাফদের সুবিধার বিষয়ে কথা হয়েছে। এই বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ হয়েছে। অর্থ মন্ত্রণালয় কিছু সুবিধার বিষয়ে আশ্বাস দিয়েছে। তবে এরপরও রেলওয়ের রানিং স্টাফদের আরও কিছু দাবি রয়েছে। বিশেষকরে, মাইলেজের সুবিধা এক মাসের বেশি হতে পারবে না।

রেল উপদেষ্টার এমন আশ্বাসে রাত থেকেই রেলের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন শ্রমিক নেতা মুজিবুর রহমান।

রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান বলেছেন, যাত্রীদের এমন দুর্ভোগ আমরা চাই না। বাধ্য হয়ে কর্মবিরতি ডাক দেয়া হয়েছে। স্টাফ ভাইদের বলবো তারা যেন নিজ নিজ দায়িত্বে ফিরে যায়।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিক নেতাদের সাথে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সাথে দেখা করেছি।’

বুধবার মধ্যে দাবি পূরণ করে রেলের রানিং স্টাফদের ভাতা ও পেনশন সুবিধার পুরোনো নিয়ম পুনর্বহালে সরকারি আদেশ জারি হবে বলেও প্রত্যাশা করেন শ্রমিক নেতারা।

/এআই

Exit mobile version