প্রথম বিদেশি নেতা হিসেবে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার যুদ্ধবিরতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য মূলত এই সফর করবেন নেতানিয়াহু। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহ অর্থাৎ ফেব্রুয়ারির ৪ তারিখ নেতানিয়াহু ওয়াশিংটন সফর করবেন বলে আশা করা হচ্ছে।
গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাস ধরে চলা যুদ্ধে বিরতি দেয়া হয়েছে মাত্র ছয় সপ্তাহের। স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ফিলিস্তিনিদের মিসর ও জর্ডানে সরিয়ে গাজা পরিষ্কার করতে চান। তবে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি জানি না, ঠিক কীভাবে কী হবে। তবে কিছু একটা তো ঘটতে হবে। কিন্তু সমস্যা হলো এটি সত্যিই এখন এক ধরনের ধ্বংসাবশেষ। প্রায় সবকিছুই ধ্বংস হয়ে গেছে এবং সেখানে মানুষ মরছে। তাই, আমি চাই কিছু আরব দেশ নিয়ে কাজ করতে এবং অন্য কোনো স্থানে তাদের (ফিলিস্তিনিদের) বাসস্থানের ব্যবস্থা করতে, যেখানে তারা হয়তো শান্তিতে বসবাস করতে পারে।’
/এআই

