Site icon Jamuna Television

বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন

অন্যান্য বেশ কয়েকটি ফেডারেশনের মতোই বিদ্যমান কার্যনির্বাহী কমিটি ভেঙ্গে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব মো. আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক কার্যাদেশে এটি জানানো হয়।

আদেশে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা: ২১ মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের ওপর ক্ষমতাবলে এবং ধারা: ২ (৪) ও ৮ এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের বিদ্যামন নির্বাহী কমিটি ভেঙে দেয়া হয়েছে।

নতুন নিয়োগে বাংলাদেশ টিটি ফেডারেশনের অ্যাডহক কমিটির সভাপতি নিযুক্ত করা হয়েছে মাইক্রো ফাইবার গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এইচ জামান, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সাবেক খেলোয়াড় ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ (বিমান), কোষাধ্যক্ষের দায়িত্বে দেখা যাবে বয়সভিত্তিক ও জাতীয় দলগত চ্যাম্পিয়ান মো. ইব্রাহিম হোসেনকে।

অ্যাডহক কমিটিতে জাতীয় চ্যাম্পিয়ন বেগম তাহমিনা তারমিন বিনু কমিটির সহ-সভাপতি হিসেবে ও সাবেক জাতীয় চ্যাম্পিয়ন নাসিমুল হাসান কচি যুগ্ম সম্পাদকের দায়িত্বে থাকবেন।

কমিটির ১১ সদস্যদের মধ্যে রয়েছেন ড. আতাইয়া রাব্বি মাহমুদ ইমান, বেগম পিয়া অফ্রিনা খালেদা হক, আবু সুফিয়ান নোমান, মো. মাইনুল ইসলাম চিশতী, মহসিনুল আলম ঝিনু, আহমেদ উল্লাহ, কাজী মুহাম্মদ আসিফ, সুজন মাহমুদ ও মো. নাজমুল হোসাইন।

/এমএইচআর

Exit mobile version