Site icon Jamuna Television

দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমানে আগুন

দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানে আগুনের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে এই অগ্নিকাণ্ডে আহত হয়েছেন বেশ কয়েকজন।

দেশটির সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির দক্ষিণ–পূর্বের বুসান শহরের গিমহে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকংয়ের উদ্দেশে উড্ডয়নের অপেক্ষায় থাকা এয়ার বুসানের একটি উড়োজাহাজে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার কিছু আগে যাত্রীবাহী উড়োজাহাজটিতে আগুন ধরে। বিমানটির ১৭৬ আরোহীর মধ্যে ১৬৯ জন যাত্রী ও ৭ জন কেবিন ক্রু ছিলেন।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, বিমানের সবাইকে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। তবে তিনজন সামান্য আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে ১৮১ যাত্রী নিয়ে ছেড়ে আসা জেজু এয়ারে দুর্ঘটনা ঘটে। ওই ফ্লাইটে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। এই ঘটনায় ১৭৯ জনের প্রাণহানি হয়, বেঁচে ছিলেন মাত্র দুজন।

/এমএইচআর

Exit mobile version