দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার এবি ডি ভিলিয়ার্স মাঠে ফিরছেন আবারও। ২০২১ সালের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেওয়া এই তারকাকে ব্যাট হাতে আবারও দেখা আগামী জুলাইয়ে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় মাঠে ফেরার কথা জানিয়েছেন মিস্টার ৩৬০ ডিগ্রি।
আগামী ১৮ জুলাই মাঠে গড়াবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) দ্বিতীয় আসর। যেখানে এই আসর দিয়ে দীর্ঘ ৪ বছর পর মাঠে ফিরবেন ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্স বলেন, চার বছর আগে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছিলাম। কারণ এর বেশি খেলার প্রয়োজনীয়তা অনুভব করিনি। এরই মাঝে বেশ সময় অতিবাহিত হয়েছে এবং খেলা শুরু করেছে আমার ছেলেও।
It’s official. I will be playing for the South African team @WCLSAChampions in the upcoming @WclLeague 2025! 🌟
— AB de Villiers (@ABdeVilliers17) January 28, 2025
Mark your calendars: the tournament runs from 18th July to 2nd August.
Can’t wait to renew rivalry with so many legends from five other countries. I’m heading to the… pic.twitter.com/4GnUwdP8LB
সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) দ্বিতীয় আসরে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কত্ব করবেন ডি ভিলিয়ার্স।
উল্লেখ্য, অবসরপ্রাপ্ত সাবেক তারকা ক্রিকেটার ও ক্রিকেট বোর্ডের চুক্তির বাইরে থাকা খেলোয়াড়েরা সাধারণত এই টুর্নামেন্ট খেলে থাকেন। টুর্নামেন্টটির প্রথম আসরের ফাইনাল খেলেছিল দুই চিরপ্রতিন্দ্বন্দ্বী ভারত-পাকিস্তান। সেবার শিরোপা জিতেছিল ভারত।
/এমএইচআর

