Site icon Jamuna Television

ট্রাম্পের আদেশ আটকে গেলো আদালতে

যুক্তরাষ্ট্রে ফেডারাল অনুদান ও ঋণ আটকে দেয়ার যে আদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, তা কার্যকর হওয়ার আগ মুহুর্তে সাময়িকভাবে স্থগিত করে দিয়েছেন দেশটির একজন বিচারক।

গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায় ওই আদেশ কার্যকরের কথা থাকলেও সময় অতিক্রমের কিছু আগে আদালতের নির্দেশে তা আপাতত স্থগিত রাখা হয়। খবর রয়টার্স ও বিবিসির।

আগামী সোমবার পর্যন্ত এই স্থগিতাদেশ দিয়েছেন বিচারক লরেন আলি খান। আগামী সোমবার বিষয়টি পুনরায় পর্যালোচনা করবে আদালত। এর আগে মঞ্জুরি পাচ্ছিলেন এমন ব্যক্তিদের সংগঠনগুলোর একটি গ্রুপ এ বিষয়ে মামলা করেছিল।

মামলায় বলা হয়, ইতোমধ্যেই অনুমোদন হওয়া তহবিল সাময়িকভাবে স্থগিত করার মাধ্যমে হোয়াইট হাউজ আইন লঙ্ঘন করেছে।

ফেডারেল আর্থিক সহায়তার অর্থ বিতরণ বা এ সম্পর্কিত সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার জন্য হোয়াইট হাউজ থেকে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, মঞ্জুরি ও ঋণের বিষয়গুলো নিয়ে নতুন প্রশাসনের পর্যালোচনার জন্য তারা এই পদক্ষেপ নিয়েছে।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের বিলিয়ন বিলিয়ন ডলারের অর্থায়ন স্থগিত করার বিষয়টি হলো ‘ট্যাক্স ডলারের ভালো রক্ষণাবেক্ষণ’।

/এমএন

Exit mobile version