Site icon Jamuna Television

সালমান এফ রহমান ও সাবেক আইজিপি মামুন ৩ দিনের রিমান্ডে

মোহাম্মদপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।

এছাড়াও ধানমন্ডি থানার রিয়াজ হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান সৈকত, উত্তরা পশ্চিম থানার মামুন হত্যাচেষ্টা মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে, বাড্ডা থানার লেগুনা চালক সুমন শিকদার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। এ সময় সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে ধানমন্ডি থানার মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত।

/এনকে

Exit mobile version