Site icon Jamuna Television

আপিলও বৈধতা পেলেন না আমান উল্লাহ আমান

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের মনোনয়ন পত্র অবৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে শুনানি শেষে এই ঘোষণা দেয়া হয়।

ঢাকা-২ আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র কিনেছিলেন আমান উল্লাহ আমান।

এর আগে গত সোমবার ৩ ও ১০ বছরের দণ্ডিত আসামি হওয়ার কারণে তার মনোনয়নপত্র বাতিল করেন  রিটার্নিং কর্মকর্তা। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন বিএনপির এই নেতা। গতকাল শুনানিতে তার আবেদন স্থগিত করা হয়। পরে আজ তার আবেদন নামঞ্জুর করে মনোনয়ন অবৈধ বলে রায় দেন নির্বাচন কমিশন।

 

Exit mobile version