Site icon Jamuna Television

টেস্টে দশ হাজার রানের ‘এলিট ক্লাবে’ স্মিথ, সঙ্গী হলেন স্বদেশী তিন বিশ্বকাপজয়ী অধিনায়কের

টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১৫তম এবং অস্ট্রেলিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন অজি ব্যাটার স্টিভেন স্মিথ।

বুধবার (২৯ জানুয়ারি) শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে এই ‘এলিট ক্লাবে’ প্রবেশ করেন তিনি। সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্টে মাত্র ১ রানের জন্য এই কীর্তি গড়তে ব্যর্থ হয়েছিলেন অজি তারকা।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্মিথ জানিয়েছিলেন এটি নিয়ে বেশি ভাবতে নারাজ তিনি। মাঠে নেমে স্বাভাবিক খেলাটাই খেলতে চান।

স্মিথ বলেন, ‘সত্যি বলতে, এটা নিয়ে খুব বেশি না ভাবার চেষ্টা করছি আমি। এখন কেবল হাতে থাকা কাজের দিকে মনোনিবেশ করতে চাই।’

উল্লেখ্য, ২০১০ সালে টেস্ট অভিষেক হওয়ার পর নিজের ১১৫তম ম্যাচে এই রেকর্ড স্পর্শ করলেন স্মিথ। তার আগে অস্ট্রেলিয়ার তিন বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং, অ্যালান বোর্ডার ও স্টিভ ওয়াহ এই কীর্তি গড়েন।

/এমএইচআর

Exit mobile version