Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় ৪ কোটি টাকার মাদক ধ্বংস

চুয়াডাঙ্গা করেসপনডেন্ট:

চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে আটক করা ৪ কোটির বেশি টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। বুধবার (২৯ জানুয়ারি) সকালে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সদর দফতরে বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ধ্বংস করা হয়। এর উদ্বোধন করেন বিজিবির কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন।

বিজিবি জানায়, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৪ সালের জুলাই পর্যন্ত সময়ে চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত থেকে এসব মাদকদ্রব্য জব্দ করে বিজিবি। এর মধ্যে রয়েছে ৯ হাজার ২৭৯ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩ হাজার ১৬৩ বোতল মদ, ২০ বোতল বিয়ার, ১৭২.৩১ কেজি গাঁজা, ২০৯ পিস ইয়াবা, ৯ হাজার ৪৬১ কেজি হেরোইন, ২.৪৮০ কেজি কোকেন, ১১ হাজার ৬০ পিস নেশাজাতীয় ট্যাবলেট ও ১ হাজার ৬৯৬ পিস নেশাজাতীয় ইনজেকশন। যার আনুমানিক মূল্য ৪ কোটি ৭ লাখ ৭ হাজার ৭২৩ টাকা।

প্রধান অতিথির বক্তব্যে বিজিবির কুষ্টিয়া সেক্টরের কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন বলেন, যে পরিমাণ মাদক ধ্বংস করা হয়েছে তা যথেষ্ট নয়। এর বাইরেও বিপুল পরিমাণ মাদক ধরার বাইরে রয়েছে। মাদক প্রবেশের মাধ্যমে যুবসমাজ ও জাতি ধ্বংসের পাশাপাশি দেশের অর্থও পাচার হচ্ছে। মাদক নির্মুলে তিনি সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান, ৫৮ ব্যাটালিয়নের পরিচালক অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম, ৬ বিজিবির সহকারি পরিচালক হায়দার আলী, মেহেরপুর জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জুয়েল রানা, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাসসহ আরও অনেকে এ সময় উপস্থিত ছিলেন।

/এনকে

Exit mobile version