Site icon Jamuna Television

ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফ ডিজি বৈঠক, গুরুত্ব পাবে সীমান্ত হত্যা ও অসম চুক্তি

আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি চারদিন ভারতের নয়াদিল্লিতে ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই তথ্য জানান তিনি।

উপদেষ্টা বলেন, আসন্ন বৈঠকে বিএসএফের সীমান্ত হত্যা ও গুলি বন্ধের বিষয়ে গুরুত্ব দেয়া হবে। এছাড়া ভারতীয়রা ফেনসিডিলসহ মাদক কারখানা সীমান্তে তৈরির ফলে সহজে মাদক বাংলাদেশে চলে আসে। এটি বন্ধেও জোর দেবে বাংলাদেশ।

সীমান্তে বাংলাদেশকে না জানিয়ে অবকাঠামো ও কাটাতাঁরের বেড়া নির্মাণ করার বিষয়টি গুরুত্ব পাবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ২০১০ সালে যে অসম চুক্তি হয়েছিল সেটির ধারা সংশোধনেও গুরুত্ব দেয়া হবে।

বৈঠকে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সাম্প্রতিক সীমান্ত ইস্যুসহ কোনো ইস্যুতেও ছাড় দেবে না বাংলাদেশ।

/এনকে

Exit mobile version