Site icon Jamuna Television

এবার তিন পর্বে বিশ্ব ইজতেমা, প্রথম দু’টি জুবায়েরপন্থিদের

ফাইল ছবি

এবার তিন পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন এই তথ্য জানিয়েছেন। প্রথম দুই পর্ব শুরায়ে নেজাম বা জুবায়েরপন্থিরা করবেন। তৃতীয় পর্ব করবেন সাদপন্থিরা।

তিনি জানান, মাওলানা জুবায়েরের অনুসারীরা এবার দুই পর্বে বিশ্ব ইজতেমায় অংশ নিবেন। তাদের প্রথম পর্ব হবে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি। এরপর ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে দ্বিতীয় পর্ব। জুবায়ের অনুসারীদের এক পর্বে ইজতেমা করার কথা থাকলেও তারা দুই পর্বে করার সিদ্ধান্ত নেয়।

এদিকে, ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ১৬ ফেব্রুয়ারি তা শেষ হবে।

উপপুলিশ কমিশনার আরও জানান, এবার বিশ্ব ইজতেমার তারিখ সরকারি সিদ্ধান্ত মোতাবেক নির্ধারণ করা হলেও কোনো প্রজ্ঞাপন দেয়া হয়নি। মৌখিকভাবেই ঠিক করা হয়েছে দিনক্ষণ।

/এনকে

Exit mobile version