Site icon Jamuna Television

আফগানিস্তানে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ১০ জন নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম আরিয়ানা নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে প্রদেশের আলিশিরো জেলার একটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে হত্যা করে অজ্ঞাত বন্দুকধারী।

খোস্ত প্রদেশের গভর্নরের মুখপাত্র মুস্তাগফির গুরবুজ জানিয়েছেন যে ঘটনাটি আলিশিরো জেলার বুখানে গ্রামে ঘটেছে।

গুরবুজ বলেন, এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিরাপত্তা বাহিনী দু’জনকে গ্রেফতার করেছে। তদন্তের পর, গ্রেফতারকৃতদের বিচারিক ও আইনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

কর্মকর্তারা এখনও নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে স্থানীয় সূত্র জানিয়েছে যে নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। হত্যার উদ্দেশ্য এখনও জানা যায়নি।

/এআই

Exit mobile version