Site icon Jamuna Television

পুলিশ সদর দফতরের সামনে বিগত সরকারের আমলে চাকরিচ্যুতরা

বিগত সরকারের আমলে অবৈধভাবে চাকরিচ্যুত সকল পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে পুলিশ সদস্যরা। বুধবার (২৯ জানুয়ারি) বেলা সোয়া ১২টার দিকে পুলিশ সদর দফতরের সামনে অবস্থান নেন তারা।

সরেজমিন দেখা গেছে, পুলিশ সদর দফতরের সামনে কয়েকশ’ পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অবস্থান নিয়েছে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সামনেই পোশাক পরিহিত পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছে। আর এসময় চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

তারা বলছেন, আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কোনো বৈষম্যের শিকার হতে চান না। চাকরি ফিরে পেতে আর কোনো কালক্ষেপণ চান না। নির্বাহী আদেশে তাদের চাকরি ফিরে দেয়ার দাবিও জানান তারা।

/এমএইচ

Exit mobile version