Site icon Jamuna Television

এবার দেশি ক্রিকেটারদের হোটেল ছেড়ে বাসায় থাকার অনুরোধ দুর্বার রাজশাহীর

ফাইল ছবি

পেমেন্ট বিতর্ক, অনুশীলন ও ম্যাচ বর্জনের পর এবার নতুন বিতর্কে জড়ালো দুর্বার রাজশাহী। নতুন অভিযোগ, স্থানীয় ক্রিকেটারদের হোটেল ছাড়ার অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বিশেষ করে স্থানীয় ক্রিকেটারদের যাদের বাসা ঢাকায় অবস্থিত তাদের হোটেল ছাড়ার অনুরোধ করেছে দলটি। আগামী পহেলা ফেব্রুয়ারি আবারও হোটেলে প্রবেশের কথা বলা হয়েছে ক্রিকেটারদের।

গ্রুপ পর্বের সব ম্যাচ শেষ হয়ে যাওয়ায় আপাতত কোনো ম্যাচ নেই রাজশাহীর। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আছে প্লে-অফের রেসে। চিটাগং কিংস ও খুলনা টাইগার্সের মধ্যকার কোনো একটি পা হড়কালেই কোয়ালিফায়ার নিশ্চিত করবে পদ্মাপাড়ের দলটি। তাই প্লে-অফ নিশ্চিত না হওয়ার আগ পর্যন্ত হয়তো হোটেলের পেছনে খরচ করতে চায় না দলটি!

এর আগে, ম্যাচের দিন হোটেল বদল করে তীব্র সমালোচনার মুখে পড়ে দলটির মালিকপক্ষ। এবার ক্রিকেটারদের স্বেচ্ছায় হোটেল ছাড়ার অনুরোধ করে নতুন বিতর্কের মুখে দুর্বার রাজশাহী।

/এনকে

Exit mobile version