Site icon Jamuna Television

আপিলে বৈধতা পেয়েছেন মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস

ঢাকা-৮ ও ৯ আসনে মনোনয়ন ফিরে পেয়েছেন যথাক্রমে বিএনপি’র প্রার্থী মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাস। আজ শনিবার আপিলের শুনানি শেষে এ ঘোষণা দেন নির্বাচন কমিশন।

ইসি সূত্রে জানা গেছে, গত ২ ডিসেম্বর ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়ন পত্র বাছাইকালে ঋণ খেলাপির অভিযোগ মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল করা হয়। পরে নির্বাচন কমিশনে আফরোজা আব্বাস আপিল করেন। আপিল শুনানি শেষে আফরোজা আব্বাসের মনোনয়ন পত্র মঞ্জুর করে ইসির অস্থায়ী এজলাস।

এর আগে মির্জা আব্বাসের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল আবেদন করেন একই আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী রাশেদ খান মেনন। সেই আপিলের শুনানি শেষে ইসি মির্জা আব্বাসের মনোনয়নের বৈধতা দেয়।

Exit mobile version