Site icon Jamuna Television

বাউফলে ‘গোল্ডফাদার’ গ্রেফতার

বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে স্বর্ণ চোরাচালানের অভিযোগে বিধান চন্দ্র বিশ্বাস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তবে তাকে অপহরণ করা হয়েছে বলে ছড়িয়ে পড়েছে গুজব। এতে উপজেলা বাসিন্দাদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্ক।

বুধবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাহেরচর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিধান চন্দ্র গ্রামের মৃত বোজেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।

পটুয়াখালী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি জসিম উদ্দিন যমুনা নিউজকে জানান, প্রথমে তিনি বিষয়টা জানতেন না। সকালে জানার পরে খোঁজ খবর নিয়ে নিশ্চিত হয়েছেন তাদের ডিএমপির একটি গোয়েন্দা দল বাউফলের বগা পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় বিধানকে গ্রেফতার করেছে।

বিধান স্বর্ণ চোরাচালানে জড়িত এবং তার বিরুদ্ধে ঢাকায় এ সংক্রান্ত মামলা আছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) ইন্সপেক্টর মাসুদ আটকের সত্যতা নিশ্চিত করে যমুনা নিউজকে বলেন, বিষয়টি নিয়ে আমাদের কিছু তদন্তের কাজ চলছে। ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পরে ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে।

প্রসঙ্গত, গ্রেফতার বিধান চন্দ্র বিশ্বাস এলাকায় অনেকের কাছে গোল্ডফাদার হিসেবে পরিচিত।

/এটিএম

Exit mobile version