কেনো ভালো নেই মিরাজের মন?

|

আমরা ক্রিকেটাররা ক্রিকেট খেলি টাকার জন্য। দিনশেষে যদি টাকাই না পাই, সেটা অবশ্যই খারাপ লাগে। আশা করবো বিপিএল গভর্নিং কাউন্সিল প্লেয়ারদের পাশে থাকবে। নিজের মনের মধ্যে থাকা কষ্ট অকপটে এভাবেই জানালেন মেহেদী হাসান মিরাজ।

মাঠের বিপিএল এ দফায় বেশ জমলেও দু-একটি ফ্র্যাঞ্চাইজির আচরণ মাঠের খেলাকে ম্লান করে দিয়েছে। তার মধ্যে একটি দুর্বার রাজশাহী। খেলোয়াড়দের পারিশ্রমিক না দেয়া, হোটেল বিল বকেয়াসহ নানা ইস্যুতে এবারের বিপিএলকে প্রশ্নের মুখে ফেলেছে তাদের আচরণ। এসব নিয়েই ব্যথিত মিরাজ।

তিনি বলেন, আমরা তো এমন পরিস্থিতিতে আগে পড়িনি। প্রত্যেক মানুষের জন্য এমনটা প্রথমবার। যে সমস্যাগুলো হচ্ছে, আশা করি ক্রিকেট বোর্ডে যারা আছেন, তারা দেখবেন। এমনটা হলে বাংলাদেশের ক্রিকেটের বদনাম হবে।

মিরাজ অন্যদের দুখে দুখী হলেও নিজেদের দল খুলনা টাইগার্স নিয়ে অবশ্য রয়েছেন স্বাচ্ছন্দ্যে। কারণ পেমেন্ট সংক্রান্ত অভিযোগ এখনও নেই তাদের ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে।

নিজেদের দলের কথা বলতে গিয়ে মিরাজ জানিয়েছেন, তারা এরইমধ্যে ৪০ শতাংশ টাকা পেয়ে গেছেন। তাদের জানানো হয়েছে, এ সপ্তাহের মধ্যে আরো ৩০-৩৫ শতাংশ টাকা তাদের একাউন্টে চলে আসবে।

তবে মিরাজের ভাবনায় আপাতত তার দল খুলনা টাইগার্স। টপ ফোরের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পরের দুই ম্যাচই জিততে হবে তার দলকে।

/এমএমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply