Site icon Jamuna Television

আন্দোলনে গুলিবিদ্ধ সবুজের মরদেহ ৬ মাস পর উত্তোলন

জামালপুর করেসপন্ডেন্ট:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবৃদ্ধ হয়ে আশুলিয়ায় নিহত জামালপুরের সবুজ মিয়ার মরদেহ আদালতের নির্দেশে দাফনের ৬ মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের পূর্ব কোনামালঞ্চ এলাকা থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।

নিহত মো. সবুজ মিয়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ফুলকোঁচা ইউনিয়নের পূর্ব কোনামালঞ্চ এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি আশুলিয়ার বাইপাইল এলাকায় শ্রমিকের কাজ করতেন।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচিতে অংশ নিয়ে আশুলিয়া থানা এলাকায় গুলিবিদ্ধ হন সবুজ মিয়া। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরের দিন ৬ আগস্ট তাকে নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুর আলম সিদ্দিকী বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার মরদেহ উত্তোলন করা হয়েছে।

মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীন জাহান বলেন, তদন্তের প্রয়োজনীয়তার জন্য কোর্টের নির্দেশে মরদেহ উত্তোলন করা হয়েছে।

প্রসঙ্গত, সবুজ মিয়া হত্যার ঘটনায় তার মা জরিনা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় ৫১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

/এসআইএন

Exit mobile version