Site icon Jamuna Television

মেহেরপুর কারাগার থেকে আজ আদালতে তোলা হবে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদকে

মেহেরপুর করেসপনডেন্ট:

জামায়েত নেতা তারিক মো. সাইফুল ইসলাম হত্যা মামলা ও বৈষম্যবিরোধী আন্দোলন ইস্যুতে দায়ের করা মামলায় হাজিরার জন্য সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গতকাল রাতে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) তাকে মেহেরপুর আদালতে উঠানো হবে।

এর আগে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাকে মেহেরপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়। সড়ক পথে প্রিজনভ্যানে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কারাগারে আনা হয় ফরহাদ হোসেনকে। এসময় কারা এলাকাসহ শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে জেলা কারাগারসহ আশপাশে জোরদার করা হয় পুলিশী টহল।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার মেহেরপুর আদালতে হাজিরা থাকায় রাতেই সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে ঢাকা থেকে মেহেরপুর কারাগারে আনা হয়েছে। সকালে আদালতে হাজির করা হবে। 

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের পর চাঞ্চল্যকর জামায়াত নেতা তারিক মো. সাইফুল ইসলাম হত্যা, জুলাই-আগস্টের মামলাসহ মেহেরপুর জেলাতে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়।  

ফরহাদ হোসেন দশম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ (সদর ও মুজিবনগর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে ছিলেন। এর আগে তিনি একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দ্বায়িত্ব পালন করেন।

/এমএইচ

Exit mobile version