Site icon Jamuna Television

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ২০

দক্ষিণ সুদানের ইউনিটি অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) রাজ্যের তথ্যমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা সবাই রাষ্ট্রীয় মালিকানাধীন একটি তেল খনিতে কাজ করতেন।

কর্তৃপক্ষ জানায়, বিমানটি তেলক্ষেত্রের বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটির গন্তব্য ছিলো রাজধানী যুবা।

নিহতদের মধ্যে দুজন চীনের ও একজন ভারতীয় নাগরিক। তবে দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ সুদানে গত কয়েক বছরে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনা হয়েছে।

এদিকে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। যাত্রীবাহিনী বিমানটিতে ৬৪ জন যাত্রী ছিল বলে সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে।

/এমএইচ

Exit mobile version