জিম্মি বিনিময়: পাঁচ থাই নাগরিকসহ মুক্তি পাচ্ছে ৩ ইসরায়েলি

|

ফাইল ছবি।

হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মুক্তি পেতে পারে ৮ জিম্মি। হামাসের দেয়া তালিকা অনুযায়ী এদের মধ্যে তিনজন ইসরায়েলি এবং ৫ জন থাইল্যান্ডের নাগরিক।

তিন ইসরায়েলির মধ্যে রয়েছেন আলোচিত আরবেল ইয়াহুদ। এছাড়া, সামরিক নারী পর্যবেক্ষক আগাম বারগার এবং ৮০ বছরের গাদি মোসেস রয়েছেন তালিকায়।

তৃতীয় ধাপে মুক্তি পাবার কথা ১১০ ফিলিস্তিনির। কমপক্ষে ৩০ জন নারী ও শিশু থাকার কথা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েক ফিলিস্তিনিরও মুক্তির সম্ভাবনা রয়েছে।

থাই সরকার জানিয়েছে, গাজায় বন্দি রয়েছে তাদের ছয় নাগরিক। ধারণা করা হচ্ছে, দু’জন প্রাণ হারিয়েছেন।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় ১৯ জানুয়ারি। প্রথম দুই ধাপে ২৯০ ফিলিস্তিনির বিনিময়ে মুক্তি পান সাত ইসরায়েলি নারী।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply