Site icon Jamuna Television

বড় বিনিয়োগের লক্ষ্য নিয়ে ঢাকায় ট্রাম্পের ব্যবসায়িক পার্টনার জেনট্রি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারিবারিক ব্যবসায়িক পার্টনার ও বিলিয়নিয়ার জেনট্রি বিচ বাংলাদেশে এসেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ব্যক্তিগত উড়োজাহাজে তিনি ঢাকায় অবতরণ করেন।

বাংলাদেশ সফরকালে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করবেন। দুপুর ২টায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে কিছু গুরুত্বপূর্ণ দলের প্রতিনিধিদের সাথেও তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, জেনট্রি বিচ বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের বিনিয়োগ করে থাকেন। তার বাংলাদেশের এই সফরেও বড় বিনিয়োগের আশা করা যাচ্ছে। অনেকে বলছেন, তিনি বিনিয়োগের থলি নিয়ে এসেছেন।

সারাদিনের ব্যস্ততা শেষে আজ সন্ধ্যায় আবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে জেনট্রি ঢাকা ত্যাগ করবেন বলে জানা গেছে।

/এনকে

Exit mobile version