Site icon Jamuna Television

পল্লবীতে ‘ব্লেড’ বাবু হত্যাকাণ্ডের মূল দুই হোতা গ্রেফতার

রাজধানীর পল্লবী এলাকায় মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ‘ব্লেড’ বাবু হত্যাকাণ্ডে মামলার প্রধান আসামি রাজন ও রনিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। তারা সম্পর্কে আপন ভাই।

বুধবার মুন্সিগঞ্জের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্লেড বাবু ও রাজন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। যার রেশ ধরেই হত্যা করা হয় মঞ্জুরুল ইসলাম বাবুকে।

গত ২০ জানুয়ারি পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহন হন মঞ্জুরুল ইসলাম বাবু। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় ২০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এখন পর্যন্ত এ মামলার অন্যতম আসামি তুফান, মুরাদ ও রাব্বিসহ মোট ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। বাকিদেরও আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ।

/এমএইচ

Exit mobile version