Site icon Jamuna Television

মব সংস্কৃতির শঙ্কায় মোকাবেলার যথেষ্ট প্রস্তুতি আছে: অধ্যাপক আজম

মব সংস্কৃতির আশঙ্কা থাকলেও তা মোকাবেলারও যথেষ্ট প্রস্তুতি আছে বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বাংলা একাডেমিতে বইমেলা নিয়ে এক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

‘বইমেলা প্রাঙ্গণের ব্যবস্থাপনা লেজে গোবরে অবস্থা’ নিয়ে সাংবাদিকদের করা এমন প্রশ্নে আপত্তি জানান মহাপরিচালক। শেখ মুজিবুর রহমানের বই বহাল রাখার বিষয়ের প্রশ্নে বলেন, এ বিষয়ে একাডেমির নিজস্ব কোনো নীতিমালার বাধ্যবাধকতা নেই।

কোনো প্রতিষ্ঠান চাইলে বই প্রকাশ করতে পারবেন জানিয়ে আরও বলেন, এতে করে কোনো সংকট তৈরি হলে বাংলা একাডেমি কারও দায়িত্ব নেবে না। তিনি জানান, এবারে ঝুঁকি নিয়ে স্টল সংখ্যা বাড়াতে হয়েছে। মানসম্পন্ন বইয়ের বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।

/এমএইচ

Exit mobile version