Site icon Jamuna Television

এলডিপি পেয়েছে ৫ আসন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)কে দেয়া হয়েছে পাঁচটি আসন। আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে জোটের এক বৈঠক শেষে তাদের আসনগুলো দেয়া হয়। নির্বাচনে এলডিপি ধানের শীষ প্রতীকে অংশ নেবে।

আসনগুলো হলো: চট্টগ্রাম-১৪ আসনে কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, কুমিল্লা-৭ আসনে রেদওয়ান আহমেদ, লক্ষ্মীপুর-১ আসনে শাহাদাত হোসেন সেলিম, ময়মনসিংহ-১০ আসনে মীর মাহবুব মোরশেদ, এবং চট্টগ্রাম-৭ আসনে মো. নুরুল আলম। এ আসনগুলোর মধ্যে গতকাল চট্টগ্রাম-৭ আসনে বিএনপির কুতুব উদ্দিন বাহারকে চূড়ান্ত করা হয়েছিলো।

এদিকে এলডিপি থেকে জানানো হয়, তারা চাঁদপুর-৫ এবং ময়মনসিংহ-৮ আসন দু্টি নিয়েও দেন-দরবার করছেন।

Exit mobile version