Site icon Jamuna Television

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপি নেতা শাহ মোয়াজ্জেমের গাড়িতে হামলা, ভাঙচুর

বিএনপির ভাইস চেয়ারম্যান মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শাহ মোয়াজ্জেমের অন্তত ১২ জন কর্মী সমর্থক আহত হয়েছে। আহতদের দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাপুরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আজ শনিবার বিকালে সিরাজদিখান উপজেলার কুচিয়া মোড়া কলেজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম শ্রীনগর থেকে কুচিয়া মোড়া কলেজ হয়ে পাথর ঘাটায় কর্মিসভায় যোগদান করতে যাচ্ছিলেন। হঠাৎ একদল দুর্বৃত্ত জয় বাংলা স্লোগান দিয়ে হামলা চালিয়ে শাহ মোয়াজ্জেমের নিজ গাড়িসহ ৫টি গাড়ি ভাঙচুর করে।

বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন জানান, কুচিয়া মোড়া কলেজ হয়ে পাথার ঘাটা যাওয়ার পথে জয় বাংলা স্লোগান দিয়ে গাড়িতে হামলা চালানো হয়। দুর্বৃত্তরা আমার ব্যক্তিগত গাড়িসহ ৫টি গাড়ি ভাঙচুর করেছে। এতে আমার ১২ জন কর্মী সমর্থক আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, আমরা শুনেছি বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় বিএনপির প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেনের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Exit mobile version