Site icon Jamuna Television

বিমানবন্দর থেকে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

পাবনা করেসপনডেন্ট:

বিদেশে পালানোর সময় ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে গ্রেফতার করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পুলিশ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে দেশত্যাগের চেষ্টাকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট পাবনা শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের এলোপাতাড়ি গুলিবর্ষণে জাহিদুল ইসলাম ও মাহবুব হাসান নিলয় নামে দুই শিক্ষার্থী নিহত হয়। ওই হত্যার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সীমান্ত।

তিনি আরও জানান, তার দেশত্যাগের খবর পুলিশের কাছে ছিল। পুলিশ বিষয়টি বিমানবন্দর কর্তৃপক্ষকে জানালে বিমানবন্দর পুলিশ বৃহস্পতিবার দুপুরে সীমান্তকে গ্রেফতার করে। তাকে পাবনায় এনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।

/এএস  

Exit mobile version