Site icon Jamuna Television

বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্ট হবে না?

স্থান নির্ধারণ জটিলতায় অনিশ্চয়তার মুখে এ বছরের বেঙ্গল ক্ল্যাসিক্যাল মিউজিক ফেস্ট। বরাবরের মতো এবারও আর্মি স্টেডিয়ামেই আয়োজনের আগ্রহ কিন্তু, এখন পর্যন্ত অনুমতি পায়নি তারা। এক সপ্তাহের মধ্যে স্থান নির্ধারণ করা না গেলে বাতিল হয়ে যেতে পারে বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতের বৃহত্তম এই আসর।

শীতের রাতে গুণী শিল্পীদের পরিবেশনায় ক্ল্যাসিক্যাল সঙ্গীতে বিমোহিত হন অনুরাগীরা। এবারের অনিশ্চয়তা নিয়ে
বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী জানান, কেবল স্থান নিয়ে অনিশ্চয়তার কারণেই পুরো আয়োজন হুমকির মুখে। বাদবাকি সব প্রস্তুতিই চূড়ান্ত। দ্রুত সময়ের মধ্যে স্থান নির্ধারন না হলে উৎসব বাতিল করতে হবে।

উপমহাদেশের খ্যাতনামা শিল্পীদের নিরপত্তার কথা মাথায় নিলে আর্মি স্টেডিয়ামের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের আশা করছেন প্রতিবারের মতো এবারও শাস্ত্রীয় সংগীতের এই আসর সংগীত অনুরাগীদের মধ্যে আলোড়ন তুলবে এটাই আমাদের প্রত্যাশা।

২০১২ সাল থেকে নভেম্বর মাসে হয়ে আসছিল ক্লাসিকাল মিউজিক ফেস্ট। এবার ষষ্ঠবারের উৎসবে বিগতদিনের চেয়ে বড় আয়োজনের পরিকল্পনা ছিল আয়োজকদের। সবকিছুই এখন নির্ভর করছে স্টেডিয়াম বরাদ্দ পাওয়ার ওপর।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version