Site icon Jamuna Television

বাটলারের বিপক্ষে অভিযোগের প্রেক্ষিতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

পিটার বাটলারের অধীনে খেলতে রাজি নন বাংলাদেশের নারী ফুটবলাররা। এই ইংলিশ দায়িত্বে থাকলে গণ অবসরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। এই হুঁশিয়ারির পর বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ‘বাফুফে ইমার্জেন্সী কমিটি’র একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিজ্ঞপ্তি জারি কড়া হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাফুফে’র সভাপতি তাবিথ আউয়াল। গত বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের কিছু সদস্যের বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি বরাবর চিঠি দেয়।

সেই চিঠি পর্যালোচনা করতে ৭ সদস্য বিশিষ্ট একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটিকে ৭ দিনের মধ্যে সভাপতি বরাবর প্রতিবেদন উপস্থাপন করার নির্দেশ দেয়া হয়েছে।

/এআই

Exit mobile version