Site icon Jamuna Television

সেরা ১২তে জায়গা করে নিতে পারলো না ঐশী

সেরা ১২ তে জায়গা করে নিতে পারলো না বাংলাদেশের প্রতিনিধিত্ব করা জান্নাতুল ফেরদৌস ঐশী। সেরা ত্রিশে জায়গা করে নিলেও আজ  চীনের সানাই শহরে মিস ওয়ার্ল্ড-এর গ্র্যান্ড ফিনালেতে চূড়ান্ত বিজয়ী ঘোষণায় ১২ জনের তালিকায় নাম লেখাতে পারিনি ঐশী।

ঐশী না থাকলেও এশিয়া ও ওশেনিয়া গ্রুপ থেকে নেপাল, নিউজিল্যান্ড ও থাইল্যান্ডের প্রতিযোগী সেরা ১২তে স্থান পায়।

গত বছর সেরা চল্লিশে জায়গা করে নিয়েছিলেন জেসিয়া ইসলাম। এরপর হেড টু হেড চ্যালেঞ্জ পর্বে ছিটকে যান তিনি। তবে এবছর ঐশী জায়গা করে নেন সেরা ত্রিশে। যা এখন পর্যন্ত বাংলাদেশের কোনো প্রতিযোগীর সর্ব্বোচ সাফল্য।

৬৮তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ১৫০টি দেশের প্রতিযোগীর সঙ্গে অংশ নেয়া ঐশী গ্র্যান্ড ফিনাল শেষে দেশে ফিরবেন ১০ ডিসেম্বর।

Exit mobile version