Site icon Jamuna Television

কানাডা-মেক্সিকোকে দেয়া হুমকি বাস্তবায়নের পথে ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচনে জেতার পর কানাডা ও মেক্সিকোকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেছিলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে মেক্সিকো ও কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে। এবার সেটিই বাস্তবায়ন করতে যাচ্ছেন তিনি। খবর, বিবিসির।

ট্রাম্প বলেন, প্রতিবেশী এই দুই দেশ থেকে আসা অসংখ্য নথিবিহীন অভিবাসী, বাণিজ্য প্রতারণা ও ফেন্টানিল মাদক পাচারের পরিপ্রেক্ষিতেই তার এই পদক্ষেপ। চীনা পণ্যের ওপর আরও ১০ শতাংশ শুল্ক আরোপের পরিকল্পনার কথা জানালেও বিস্তারিত কিছু বলেননি তিনি।

তিনি বলেন, চীনকে নিয়েও আমি কিছু ভাবছি কারণ তারা আমাদের দেশে ফেন্টানিল পাচার করে। হাজার হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী তারা।

গত নভেম্বরেই ট্রাম্প বলেছিলেন, তিনি শপথ নেয়ার পর পরই মেক্সিকো ও কানাডা থেকে আসা সব ধরনের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করে নির্বাহী আদেশ জারি করবেন।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, মেক্সিকো ও কানাডা যতক্ষণ পর্যন্ত না মাদকের বিরুদ্ধে বিশেষ করে ফেন্টানিল মাদক এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমকারী অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, ততক্ষণ পর্যন্ত দেশ দুটির ওপর শুল্ক বহাল থাকবে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। শপথের পরেই শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করে একপ্রকার ঝড় তোলেন সদ্য মার্কিন মসনদে বসা এ রাষ্ট্রপ্রধান।

/এমএইচআর

Exit mobile version