Site icon Jamuna Television

বইমেলা নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

বইমেলা ঘিরে প্রতিবারের ন্যায় এবারও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। কোনো বইয়ে উস্কানিমূলক কথা যেন না থাকে তা দেখতে বাংলা একাডেমিকে পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ও পরিকল্পনা নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

এসময় ডিএমপি কমিশনার বলেন, পুলিশের পাশাপাশি র‍্যাব ও গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য বাহিনীও বইমেলার নিরাপত্তায় সহযোগিতা করবে। একটি কন্ট্রোল রুম করা হয়েছে। সার্বক্ষণিক পুলিশ থাকবে। রাতেও সিনিয়র অফিসার থাকবে। পুরো বইমেলাকে সিসিটিভির আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি।

বইমেলায় শিশুদের জন্য ব্রেস্ট ফিডিং সেন্টার করা হয়েছে জানিয়ে কমিশনার আরও বলেন, কোনো বিস্ফোরক দ্রব্য বা মাদক যাতে মেলার মধ্যে না ঢুকতে পারে সেজন্য তল্লাশি চলবে, ডগ স্কোয়াডও কাজ করবে। এছাড়া মেলা চলাকালীন বিশ্ববিদ্যালয় এলাকায় রাতে বা দিনে কোনো ভারী যান চলতে পারবে না। দর্শনার্থীদের উপস্থিতি বিবেচনা করে দোয়েল চত্বর সিগন্যাল কখনও খোলা বা বন্ধ রাখা হবে বলেও জানান তিনি।

ব্রিফিংয়ে সবাইকে মেলা সংশ্লিষ্ট স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে অনুরোধ করেন কমিশনার। সাম্প্রতিক আন্দোলনের বিষয়ে ছোটখাটো দাবিদাওয়া নিয়ে রাস্তা অবরোধ না করতেও অনুরোধ জানান তিনি। পরামর্শ দেন প্রয়োজনে ফুটপাতে দাঁড়ানোর। ফুডকোর্টগুলোতে যাতে ৫ টাকার জিনিস যেন ১৫ টাকা নেয়া না হয় সে বিষয়ে পুলিশকে খেয়াল রাখতেও নির্দেশ দেন তিনি।

এসময় আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, তারা কর্মসূচি দিতেই পারে। তবে তা মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে পুলিশ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেককেই গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে কোনো শঙ্কা দেখছেন না বলেও জানান ডিএমপি কমিশনার।

/এমএইচ

Exit mobile version