Site icon Jamuna Television

ইউরেশিয়া অধ্যায় শেষে আবারও সান্তোসে ফিরছেন নেইমার

পেশাদার ক্যারিয়ারে নেইমার জুনিয়রের শুরুটা ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসে। ২০১১ ফিফা ক্লাব বিশ্বকাপ ফাইনালে বার্সেলোনার বিপক্ষে সান্তোসের হয়ে খেলেছিলেন নেইমার। সেবার মাঠে একই ফ্রেমে দেখা গিয়েছিল মেসি-নেইমারকে। তারপর বার্সা-পিএসজি হয়ে আল হিলাল। ইউরোপ-এশিয়া অধ্যায় শেষ করে নেইমার ফিরে যাচ্ছেন কৈশোরের ক্লাব সান্তোসে, যেখানে ছিল তার শুরু।

সামাজিক যোগাযোগমাধ্যমে এর আগে স্টোরি দিয়ে নেইমার ইঙ্গিত দিয়েছিলেন সান্তোসে ফেরার। এবার নিজের ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্টে করেছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পোস্ট করা সেই ভিডিওতে নেইমার সান্তোসে থাকাকালীন বিভিন্ন স্মৃতি তুলে ধরেছেন ছবি ও ফুটেজের মাধ্যমে।

ভিডিওতে ব্রাজিলিয়ান তারকা বলেন, আমি সান্তোসের হয়ে চুক্তি স্বাক্ষর করব। সেই ক্লাবটিতে ফিরছি, যেখানে কিংবদন্তি পেলে তার ক্যারিয়ারের অনেকটা সময় কাটিয়েছেন।

আগামী বছর অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। ব্রাজিল জাতীয় দলেও ফেরা প্রয়োজন নেইমারের। সে জন্য নিয়মিত ম্যাচ খেলা দরকার। নেইমার তাই সান্তোসে ফিরে সেই কাজ করতে চান।

পোস্টে ঠিক এ কথাই বলেছেন নেইমার। বলেন, এখন আমার আবারও খেলায় ফেরা প্রয়োজন। একমাত্র সান্তোসের মতো ক্লাবই আমাকে সেই ভালোবাসা দিতে পারে, যেটা আগামী বছরের চ্যালেঞ্জগুলো সামলানোর প্রস্তুতি নিতে প্রয়োজন।

উল্লেখ্য, ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত সান্তোসের বয়সভিত্তিক দলে খেলেছেন নেইমার। এরপর চার বছর খেলেন ক্লাবটির মূল দলে। ২০১৩ সালে লাতিন আমেরিকা ছেড়ে পাড়ি জমান ইউরোপে। বার্সেলোনা, পিএসজি ঘুরে নতুন ঠিকানা হয় মধ্যপ্রাচ্য। তবে, সৌদি ক্লাব আল-হিলালে মেলে ধরতে পারেননি নিজেকে। দেড় বছরে মাত্র সাত ম্যাচ আর ১ গোলেই শেষ হয় নেইমারের সৌদি পর্ব।

/এমএইচআর

Exit mobile version