Site icon Jamuna Television

সাবেক মন্ত্রী নুরুজ্জামানের ৫ দিনের রিমান্ড

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাহামুদুল হাসান মুন্না হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে রংপুর মুখ্য মহানগর আদালত-৩ এর বিচারক দেবী রানী চৌধুরী এ আদেশ দেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় মহানগর কোতোয়ালি থানা থেকে তাকে কড়া প্রহরায় আদালতে নিয়ে যাওয়া হয়। শুনানীতে এ মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজার রহমান। রিমান্ডের বিরোধিতা করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন আসামিপক্ষে আইনজীবী আদালতকে বলেন, তিনি এ ঘটনায় জড়িত ছিলেন না। তার বাড়ি লালমনিরহাটে কিন্তু হত্যার ঘটনাটি ঘটেছে রংপুরে। শুধু রাজনৈতিক কারণে তাকে এ মামলায় আসামি করা হয়েছে। উভয়পক্ষের শুনানি শেষে জামিন না মঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

আসামিপক্ষের আইনজীবী ইতফা আক্তার বলেন, তিনি এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ছিল এমন কোনো প্রমাণ নেই। শুধু রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা তার বয়স বিবেচনায় রিমান্ড বাতিল ও জামিন আবেদন করেছিলাম।

এর আগে বৃহস্পতিবার রাত ৯ টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিস গলির তার ভাগ্নের বাসা থেকে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার এক নম্বর আসামি তিনি।

/এটিএম

Exit mobile version