Site icon Jamuna Television

বাণিজ্য মেলার শেষ দিন আজ

ফাইল ছবি

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৯তম আসরের পর্দা নামছে আজ শুক্রবার (৩১ জানুয়ারি)। বিকেল ৪টায় বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করবেন। তবে আজ রাত ১০টা পর্যন্ত মেলা চলবে।

সরজমিনে দেখা যায়, সকাল থেকেই রাজধানী ও আশেপাশের এলাকা থেকে দর্শনার্থীরা মেলায় আসতে শুরু করেছে। বিভিন্ন স্টলের মূল্য ছাড়ের সুযোগ নিচ্ছেন তারা।

স্টল মালিকরা জানান, মেলার শেষের দিকে বেচাকেনা বাড়লেও, খুব একটা লাভের মুখ দেখছেন না তারা। এদিকে সময় বাড়ানোর দাবি জানালেও কর্তৃপক্ষ তাতে সায় দেয়নি।

বিক্রয়কর্মীরা জানান, শৈত্যপ্রবাহের কারণে মেলার শুরুতে তেমন দশর্নাথী আসেনি। শুক্র ও শনিবার ছাড়া সপ্তাহের অন্যদিনেও তেমন সাড়া মেলেনি।

প্রসঙ্গত, গত ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বাণিজ্য মেলার উদ্বোধন করেন।

/আরএইচ

Exit mobile version