Site icon Jamuna Television

এরশাদের বিশেষ সহকারী হলেন রুহুল আমিন হাওলাদার

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সদ্য সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় এরশাদ স্বাক্ষরিত এক নির্দেশনায় এ ঘোষণা দেয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, “জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারকে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি পার্টি চেয়ারম্যানের অনুপস্থিতে চেয়ারম্যানের সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। তার পদমর্যাদা হবে পার্টির চেয়ারম্যানের পরে দ্বিতীয় স্থানে।”

এছাড়া বলা হয়েছে, “জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।”

Exit mobile version