Site icon Jamuna Television

খিলগাঁওয়ে মায়ের বিরুদ্ধে শিশুকে হত্যার অভিযোগ

পারিবারিক কলহের জেরে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় আয়না নুর ইসলাম নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত মায়ের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা তাসনিয়া চৌধুরীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, মা তাসনিয়া চৌধুরী মেয়ে আয়না নুর ইসলাম ও পাঁচ মাসের ছেলে সন্তানসহ থাকতেন দক্ষিণ বনশ্রীর একটি বাসায়। আর ব্যবসায়ী স্বামী আতিকুল ইসলাম থাকেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে স্বামীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে দুই সন্তানের চোখে মুখে আঘাত করে মা তাসনিয়া। এতে গুরুতর আহত হয়ে মারা যায় বড় মেয়ে আয়না। এ ঘটনায় তাসমিয়া চৌধুরীর স্বামী আতিকুল ইসলাম বাদি হয়ে খিলগাঁও থানায় একটি এজাহার দায়ের করেছেন। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

/এসআইএন

Exit mobile version